নোয়াপাড়ায় মিলাদুন্নবী নিয়ে সুফিকথার সেমিনার অনুষ্ঠিত

40

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে স‚ফিকথার ব্যবস্থাপনায় “আত্মউন্নয়ন ও মানবসম্পদ উন্নয়নে প্রকাশনার ভ‚মিকা” শীর্ষক সেমিনার ও ফাতেহা শরীফ গত শুক্রবার বাদে মাগরিব হতে গহিরা এফ কে জামেউল উলুম বহুমুখী কামিল মাদ্রাসার অধ্যাপক মোহাম্মদ এরশাদুল মোস্তফার সভাপতিত্বে ও সংগঠক নুর মোহাম্মদের সঞ্চালনায় রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের প‚র্ব কচুখাইন গ্রামের মরহুম সামশুল আলমের বাসভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আনজুমানে জলীলিয়া রহমানিয়া বাংলাদেশ এর সভাপতি শাহজাদা মাওলানা ছৈয়দ মোহাম্মদ সারোয়ার আজম। এতে আলোচকবৃন্দের মধ্য আরো উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের অর্খ সম্পাদক মোহাম্মদ আল সিরাজ ভান্ডারি, বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডা. এস এম আবুল ফজল, কাউখালী আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ আবু নাসের, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ পশ্চিম গোমদন্ডী শাখার সভাপতি মোহাম্মদ আবদুল মালেক, শাওয়ালেন্স বাংলাদেশ এর কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম হাওলাদার, কদলপুর শাহী দরবার শরীফের শাহজাদা মাওলানা তৈয়ব শাহ আশরাফী, মাওলানা মোহাম্মদ শাহজাহান, মাওলানা ন‚র আহম্মদ মাইজভান্ডারী, সমাজসেবক মোহাম্মদ রফিক উদ্দিন, শাহজাদা মোহাম্মদ ছালেহ আহমদ, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াপাড়া ইউনিয়ন শাখার সিনিয়র সদস্য মোহাম্মদ মহসীন, লেখক ও সংগঠক ডা. সুপন বিশ্বাশ, সমাজসেবক মোহাম্মদ মফিজ উদ্দিন, সমাজসেবক মোহাম্মদ জহির উদ্দিন, প্রকৌশলী আনোয়ার আলম, কবির আহম্মদ, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ সাকিব প্রমুখ।