নোয়াখালীতে চট্টগ্রাম জেলা দলের দূরন্ত সূচনা

54

বাংলাদেশ ক্রিকেট বোডের আয়োজনে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় খাগড়াছড়ি জেলা দলকে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে চট্টগ্রাম জেলা দল। আজ ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে তারা।
গতকাল নোয়াখালী জেলার ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় চট্টগ্রাম জেলা জেলা আগে ব্যাটিংয়ে নেমে ২৬ রানে প্রথম সারির চার ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে। এরপর পঞ্চম উইকেট জুটিতে তামিম ও রহমত উল্লাহ দলকে এগিয়ে নিয়ে যায়। শেষ পর্যন্ত তারা ৪০.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ দাড় করায়। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান আসে নির্ভর ব্যাটসম্যান তামিমের ব্যাট থেকেই। অন্যদিকে রহমত উল্লাহ করেন ৩০ রান। এছাড়া দলীয় ইনিংসে ওবায়দুর রহমান ১০ এবং মো. আসিফ ১৪ রান যোগ করেন। ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খাগড়াছড়ি প্রতিপক্ষ চট্টগ্রাম জেলা দলের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫৮ রানে সবকটি উইকেট হারায়। দলের পক্ষে হামিম ১৫ এবং ইউসুফ ১১ রান করেন। চট্টগ্রামের পক্ষে ফারদিন ৪টি সুমন তিনটি করে উইকেট নেন।
এদিকে সাগরিকা মহিলা কম্পপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় কক্সবাজার জেলা দল ৫৯ রানে বান্দরবান জেলা দলকে হারিয়েছে। টস জিতে আগে ব্যাট করে কক্সবাজার ৩৭.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে। দলের হয়ে মাহিনুর ইসলাম ২৬, আবু বক্কর ১৯* ও নাইমুল হাসান ১৪ করেন। বান্দরবানের পক্ষে আকিবুল ইসলাম ৪টি, রাসেল ৩টি এবং দিপায়ন দুটি উইকেট নেন। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬৩ রানে গুটিয়ে যায় বান্দরবান জেলা দল। দলের হয়ে একমাত্র আকিবুল ইসলামের রান দুই অংকের ঘর (১১) স্পর্শ করতে সক্ষম হয়। কক্সবাজারের পক্ষে মাহিনুর ৪টি, তানজিমুল আলাম ৩টি এবং নাইমুল হাসান দুটি উইকেট নেন।