নোংরা পানি ডিঙ্গিয়ে জনসাধারণকে যাতায়াত করতে হচ্ছে প্রতিনিয়ত

4

হাটহাজারী প্রতিনিধি

আকাশে কড়া সূর্য। তারপরেও পানিতে সড়ক টইটুম্বুর। চারিদিকের নোংরা পানি জমে থাকে সড়কে। আর বৃষ্টিতে কোমর সমান পানি থাকে এখানে। নোংরা পানি ডিঙ্গিয়ে স্থানীয় জনসাধারনকে যাতায়াত করতে হয় প্রতিনিয়ত। বছরের পর বছর জ্বলেনা কোন সড়ক বাতি। ড্রেনে পঁচা দূর্গদ্ধ যুক্ত ময়লা পানিতে ডিম পেড়েছে মশা মাছি। এটা কোন অজো পাড়া গায়ের গল্প নয়। এটি হাটহাজারী পৌরসভার প্রাণকেন্দ্রে অদুদিয়া মাদ্রাসা সংলগ্ন কবির আহমেদ মিয়াজী সড়কের চিত্র। সরেজমিনে গিয়ে দেখা যায়, রৌদ্রজ্বল সূর্য থাকলেও মাদ্রাসার গাঁ ঘেষে কবির আহমেদ মিয়াজী সড়কে নোংরা পানি জমে আছে। নোংরা-দূর্গদ্ধ যুক্ত পানি ডিঙ্গিয়ে স্থানীয়দের জুমার নামাজের জন্য জামে মসজিদে যেতে দেখা যায়। এছাড়াও এসব পানি রাস্তা গড়িয়ে পাশের অদুদিয়া মাদ্রাসা পুকুরে গিয়ে পরছে। ফলে মুসল্লীদের অজু এবং মাদ্রাসা ছাত্রদের নোংরা পানি ব্যবহার করতে হচ্ছে বাধ্য হয়ে। সড়কটিতে চলাচলকারী স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই সড়কে হাটু পরিমাণ পানি উঠে যায়। ড্রেন বন্ধ থাকায় বৃষ্টি হওয়া ছাড়াও এ সড়কে ময়লা দূর্ঘন্ধ যুক্ত পানি জমে থাকে। পানি ডিঙ্গিয়ে তাদের যেতে হয় স্কুল-কলেজ, অফিস, মসজিদসহ হাটে-বাজারে। এছাড়া প্রতিদিন মাদ্রাসা শত ছাত্র ছাত্রী এ সড়ক দিয়ে যাতায়াত করে। এছাড়াও নালার দূর্গদ্ধের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে এ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী-শিক্ষক-কর্মচারীরা। এলাকার বাসিন্দা এম নাজমুল ইসলাম জানান, কার্পেটিং করা সড়কটি পানি জমে থাকার ফলে অযতœ অবহেলায় নষ্ট হয়ে যাওয়ার পথে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে যাতায়াত করেন এখানকার জনসাধারণ। অনেকদিন ধরেই জ্বলতনা কোন সড়ক বাতি। ফলে ঘুটঘুটে অন্ধকার থাকা এ সড়ক বাসষ্টেশনের খুব কাছে হওয়ায় অন্ধকারাচ্ছন্ন এ সড়কটিকেই বেছে নিয়েছে মাদক কেনাবেচার সাথে সংশ্লিষ্টরা। এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী পৌরসভার সচিব বিপ্লব মুহুরী জানান, অচিরেই উক্ত এলাকার স্থানীয় জনসাধারণের দুর্ভোগ লাঘবে সমস্যার সমাধান করা হবে।