নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার কোন বিকল্প নেই

26

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং-এর নিয়মিত সভা গতকাল ৭ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম ক্লাবে ক্লাব সভাপতি আজিজ-উল-গণি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ও বাংলাদেশ সরকারের উপ-সচিব সুমন বড়ুয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এডিশনাল লে. গভর্নর সিপি মোহাম্মদ শাহজাহান, ডেপুটি গভর্নর সিপি নজরুল ইসলাম নান্টু, এসিস্টেন্ট গভর্নর আসাদ চৌধুরী, এসিসটেন্ট গভর্নর পিপি এমদাদুল আজিজ চৌধুরী, রোটারী ক্লাব রিভারশাইনের সভাপতি মর্তুজা বেগম, রোটারী ক্লাব নর্থের সভাপতি আবদুল খালেক, ক্লাবের সহ-সভাপতি জামাল উদ্দিন শিকদার ও প্রফেসর ডা. সৈয়দা খুরশিদা বেগম, ক্লাব সেক্রেটারি সৈয়দা কামরুন নাহার, রোটারি ক্লাব রিভারশাইনের সেক্রেটারী আশিক এলাহি, ক্লাব সদস্য মোহাম্মদ আলী, মোহাম্মদ বেলাল এবং ফিলিপ গোমেজ। অতিথি বক্তা সুমন বড়ুয়া তাঁর বক্তব্যে বলেন, মৌলিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার কোন বিকল্প নেই। তাঁর মতে এই সময়ে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক-শিক্ষিকার সংখ্যা বাড়লেও পড়ালেখার মান অতটুকু বাড়েনি। তিনি আরো বলেন, সর্বপ্রথমে পরিবার থেকে মৌলিক ও গুনগত যে শিক্ষা আমরা পাই সেটাকে যদি বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারি তাহলে আমাদের পরিবার, সমাজ ও জাতি সকলেই উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি