নেতিবাচক আসক্তি থেকে শিশুদের দূরে রাখতে হবে

29

গত ১৩ মার্চ বিকেলে রোটারি ক্লাব অব চিটাগাং কমার্শিয়াল সিটির ৪৯তম পাক্ষিক সভা চট্টগ্রাম ক্লাব লিমিটেড এ ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মো. শাহীন আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নিয়মিত এ সভায় অতিথি-বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রামের শিশু বিষয়ক কর্মকর্তা মিসেস নার্গিস সুলতানা। অতিথি- বক্তা বাংলাদেশ শিশু একাডেমির শিশু অধিকার, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমের ওপর আলোকপাত করে বলেন, রোটারি ক্লাবের মতো বাংলাদেশ শিশু একাডেমিও মানবতার সেবায় কাজ করছে। তিনি বলেন, আজকের শিশুরাই আগামী জাতির ভবিষ্যৎ। এই প্রজন্মের শিশুরা প্রতিনিয়ত ফেসবুক ও এন্ড্রইড মোবাইলে আসক্ত হচ্ছে। শিশুদের খেলাধুলা, বইপড়া, বিনোদন দিন দিন সংকুচিত হচ্ছে ;ফলে তাদের প্রতিভা বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। তিনি শিশুদের প্রতিভা বিকাশ ও প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠতে সকল অভিভাবকদের সচেতন হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি সন্তানদের বিভিন্ন ক্ষতিকর বিষয়ে আসক্ত হতে বিরত রাখতে বাংলদেশ শিশু একাডেমির চলমান কর্মসূচি আবৃত্তি, নাচ, গান, আঁকা, উপস্থিত বক্তব্য, হাতের লেখা ও সাঁতার শিক্ষা ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে উল্লেখ করেন। সমাজের দুস্থ-অসহায় পরিবারের সন্তানদের প্রাথমিক স্কুল হতে ঝড়ে পড়া রোধে, শিশু শ্রম ও শিশু নির্যাতন বন্ধে তিনি কার্যকর উদ্যোগ গ্রহণে সকল রোটারিয়ানসহ সমাজসেবিদের প্রতি আহবান জানান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসিট্যান্ট গভর্নর রোটারিয়ান জাহিদা আক্তার মিতা, অ্যাসিট্যান্ট গভর্নর রোটারিয়ান আমিন উল্লাহ মোরশেদ, অ্যাসিট্যান্ট গভর্নর রোটারিয়ান মঈন উদ্দিন ডেপুটি গভর্নর রোটারিয়ান নজরুল ইসলাম নান্টু, প্রাক্তন এসিসট্যান্ট গভর্ণর রোটারিয়ান রেজাউর রহমান খোকন, রোটারি ক্লাব অব চিটাগং হিলটাউনের সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ ইউসুফ, ক্লাব ভাইস প্রেডিসডেন্ট রোটারিয়ান মোহাম্মদ ইসহাক, ক্লাব ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান সৈয়দ ইরফানুল আলম, সেক্রেটারী ইলেক্ট রোটারিয়ান ফখরুদ্দিন চৌধুরী, ডাইরেক্টর প্রকৌশলী মো. ইমরান হোসেন, ডাইরেক্টর প্রকৌশলী শাহীন চৌধুরী, ডাইরেক্টর রোটারিয়ান আরফান চৌধুরী ডাইরেক্টর রোটারিয়ান মোঃ ইউছুফ, অতিথি হাসান সিকদার, রোটার‌্যক্টর, মিনার মন্ডল, জেসমিন, ইবনে আজিজ, রাজ ও অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি