নেতাজি সুভাষকে নিয়ে ফের মোদি বিরোধিতায় সরব মমতা

9

 

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ফের মমতার নিশানায় মোদি। রবিবার নেতাজির জন্মজয়ন্তীতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘একটা স্ট্যাচু করে দিলেই নেতাজিকে ভালোবাসা যায় না। একটা স্ট্যাচু করলেই দায়িত্ব শেষ হয় না। অনেক তো স্ট্যাচু করেছেন কোটি কোটি টাকা খরচ করে। দেশের ইতিহাসটাকে পড়েছেন?’
এদিন নেতাজির জন্মজয়ন্তীতে কলকাতার ময়দানে সুভাষচন্দ্রর মূর্তিতে মাল্যদান করার পর অমর জওয়ান জ্যোতি থেকে শুরু করে নেতাজির ট্যাবলো বাতিল, একের পর এক ইস্যুতে মোদি সরকারকে কটাক্ষ করেন মমতা। ভারতের স্বাধীনতা সংগ্রামে, ভারতের স¤প্রীতি রক্ষায় বাংলার অবদানের কথা উলে­খ করে তার স্পষ্ট হুঁশিয়ারি, ‘আজ বাংলাকে এত অবজ্ঞা। সবটাই তো বাংলাকে ঘিরে। বাংলার ইতিহাস মুছে দেওয়ার ক্ষমতা কারও নেই। ভারতের ইতিহাস মুছে দেওয়ার ক্ষমতা কারও নেই।’ ভারতে মোদি সরকার ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল, নেতাজি রহস্য তারা উদঘাটন করবে।
কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এর কোনওটিই করতে পারেননি নরেন্দ্র মোদির সরকার। সে কথা মনে করিয়ে দিয়ে মমতা বলেন, ‘আজও নেতাজির রহস্য উদঘাটন করতে পারলেন না। স্ট্যাচুতে লিখেছেন জন্মদিন, মৃত্যুদিন লিখতে পারবেন তো? আমরা কেউ পারবো না।’