নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন মীর মহিউদ্দিন

129

কেন্দ্রীয় যুবলীগের নবনির্বাচিত তথ্য ও গবেষণা সম্পাদক মীর মো. মহিউদ্দিন ভালোবাসায় সিক্ত হলেন নেতাকর্মীদের। ২১ নভেম্বর দুপুরে নগরীর পুরাতন রেল স্টেশন এলাকায় যুবলীগ চট্টগ্রাম উত্তর, দক্ষিণ, মহানগর আয়োজিত গণসংবর্ধনায় ফুল হাতে প্রিয় নেতাকে বরণ করে নেন সবাই। দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতানের সভাপতিত্বে ও দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত গণসংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল আলম। সংবর্ধিত মীর মো. মহিউদ্দিন বলেন, দীর্ঘ একবছর নানাভাবে যাচাই-বাছাই করে স্বচ্ছ যাদের পেয়েছে তাদের দিয়ে কমিটি গঠন করেছে। এই কমিটিতে আমাকে জায়গা দিয়েছে, এজন্য কৃতজ্ঞতা। নতুন কমিটি গঠন করার পর অনেক আনন্দ মিছিল হয়েছে। এখানে এতো বড় মিছিল হয়েছে, কোথাও এমন মিছিল হয়নি। যুব সমাজের কাছে আমি কৃতজ্ঞ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা যুবলীগের সভাপতি জয়ন কুমার ত্রিপুরা, রাঙামাটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু, গাজী জাফর উল্লাহ্, মহানগর যুবলীগের সদস্য হাসান মুরাদ বিপ্লব, শাখাওয়াত হোসেন স্বপন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য শেখ ফরিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, অর্থ সম্পাদক হাজী সেলিম উদ্দিন, মহানগর যুবলীগের সদস্য খোরশেদ আলম রহমান, তানভীর আহমেদ রিংকু, শিবু প্রসাদ চৌধুরী, পটিয়া উপজেলা যুবলীগ আহবায়ক হাসান উল্লাহ, চন্দনাইশ উপজেলা যুবলীগের আহ্বায়ক তৌহিদুল আলম, যুগ্ম আহ্বয়ক এ এস এম মুসা তসলিম, যুগ্ম আহ্বায়ক মুরিদুল আলম মুরাদ, চন্দনাইশ পৌরসভা যুবলীগের সভপতি এম. সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক এম লোকমান হাকিম, আমিনুল ইসলাম কায়সার, ছাত্রনেতা বোরহান উদ্দিন গিফারী প্রমুখ। বিজ্ঞপ্তি