নেছারিয়া মাদ্রাসায় নবীনবরণ

81

দেশবরেণ্য আলেমেদ্বীন নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ শায়খুল হাদিস হযরতুলহাজ্ব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন,- ইসলাম নিছক একটি ধর্ম নয়, বরং এটি পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। মানবজাতিকে সঠিক পথ নির্দেশনা প্রদান তথা হেদায়াতের নিমিত্তে প্রিয় নবী (স.) সার্বজনীন জীবন ব্যবস্থা হিসেবে পবিত্র ধর্ম আল ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। যেথায় রয়েছে মানবজাতির ইহ ও পরকালীন সার্বিক মুক্তির সুনিশ্চিত গ্যারান্টি। উল্লেখ্য যে, দুনিয়া জুড়ে অন্যায়, অসত্য, অবিচার, জুলুম, দুূর্নীতি, স্বজনপ্রীতি তথা সর্বপ্রকার অসঙ্গতি ও গর্হিত কর্মকান্ডের অপনোদনে ইসলামের ধারক আলেম-ওলামাদের কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা কোনভাবেই বিস্মৃত হবার নয়। তাই শিক্ষার্থীদের ইসলামী শিক্ষার্জনের মাধ্যমে জাতীয় জীবনে মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি সুস্থ সমাজ বিনির্মাণে কার্যকর ও অর্থবহ ভূমিকা রাখার উপর তিনি গুরুত্বারোপ করেন। চট্টগ্রাম নেছারিয়া কামিল (এম.এ) মাদ্রাসার কামিল হাদিস ও ফিকাহ বিভাগ ১ম বর্ষের নবীন বরণ ও ওরিয়েন্টশন ক্লাসে বক্তব্য দানকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন।
চট্টগ্রাম নেছারিয়া কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা জয়নুল আবেদীন জুবাইরের সভাপতিত্বে গত ৭ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় মাদ্রাসাস্থ ইমাম আবু হানিফা (রা.) হলে অনুষ্ঠিত নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাসে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ শায়খুল হাদিস হযরতুলহাজ্ব আল্লামা রফিক উদ্দিন সিদ্দিকী, সাবেক উপাধ্যক্ষ শায়খুল হাদিস হযরতুলহাজ্ব আল্লামা শরীফ মোহাম্মদ সোলায়মান আলহাসানী, প্রধান মুহাদ্দিস শায়খুল হাদিস হযরতুলহাজ্ব আল্লামা এনামুল হক সিকদার, মুহাদ্দিস হযরতুলহাজ্ব আল্লামা এরফানুল হক ও ফকিহ হযরতুলহাজ্ব আল্লামা ড: কামাল উদ্দিন আজহারী প্রমুখ। বিজ্ঞপ্তি