নেইমার-এমবাপের সাথে মাঠে নামতে মুখিয়ে মেসি

6

স্পোর্টস ডেস্ক

সময়ের সেরা আক্রমণভাগ। যেখানে বিশ্বের সেরা তিন ফুটবলার-লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপে। অবশেষে শেষ হয়েছে পিএসজি ভক্তদের অপেক্ষার প্রহর। শেষ পর্যন্ত প্যারিস সেইন্ট জার্মেইঁয়ে (পিএসজি) নাম লেখালেন মেসি। বার্সেলানার সঙ্গে বিচ্ছেদের পর গত মঙ্গলবার দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দিলেন এই আর্জেন্টাইন। বুধবার সংবাদ সম্মেলনে এসেই মেসি জানালেন, নেইমার এবং এমবাপেকে পেয়ে খুবই উচ্ছ¡সিত তিনি।
পুরোনো বন্ধু নেইমারের সঙ্গে যোগ হয়েছেন সময়ের সবচেয়ে দ্রুততম ফুটবলার এমবাপে। বলা বাহুল্য এবার ইতিহাসের অন্যতম ভয়ংকর আক্রমণভাগ গড়ল পিএসজি। নতুন দলে আক্রমণভাগের সতীর্থদের নিয়ে মেসি বলেন, ‘নেইমার ও এমবাপের সঙ্গে খেলাটা হবে দুর্দান্ত। অসাধারণ সব ফুটবলার দলে যুক্ত করা হয়েছে। অনুশীলন আর লড়াই শুরুর জন্য তর সইছে না আমার।’ পিএসজিতে মেসিকে আনার জন্য কম চেষ্টা করেননি নেইমার। পিএসজিতে যোগ দিয়ে তাই অকপটে স্বীকার করলেন তাকে এখানে আনার পিছনে বন্ধুর অবদান। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাকে এখানে নিয়ে আসতে ওর (নেইমার) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’
অবশ্য নেইমার ছাড়াও কিছু পুরনো বন্ধুর সান্নিধ্য পাবেন মেসি। তার স্বদেশী বন্ধু আনহেল ডি মারিয়া ও লিওনার্দো পারেডেস যে রয়েছেন এখানেই! বন্ধুদের পেয়ে উচ্ছ¡সিত মেসি বলেন, ‘ড্রেসিংরুম এ আমার বেশ কিছু পরিচিত বন্ধু রয়েছে। আপনি যদি আমাদের দলটার দিকে তাকান এটি একটি উত্তেজিত হওয়ার মতো দল।’