নৃত্যরঙ একাডেমির ১৮তম বর্ষপূর্তি উৎসব

38

উৎসবের আমেজে সম্প্রতি অনুষ্ঠিত হলো নৃত্যরঙ একাডেমির ১৮তম বর্ষপূর্তি। বর্ণাঢ্য উৎসব উপলক্ষে ‘ছন্দনীড়’ সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু। অনুষ্ঠানের সাবির্ক দায়িত্ব পালন করেন নৃত্যরঙ একাডেমির প্রতিষ্ঠাতা তন্ময় বড়–য়া ও স্টার ফেয়ার এন্ড ড্যান্স ইনস্টিটিউটের পরিচালক কোরিওগ্রাফার আলমগীর হোসেন আলো। প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ বুড্ডিষ্ট ফাউন্ডেশনের সভাপতি বাবু সিদ্ধার্থ বড়ুয়া। সদরঘাট মেনন মাতৃসদন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. প্রীতি বড়ুয়া, আসাদুজ্জামান আসাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের সম্পাদক সজীব বড়ুয়া, জীল গ্রুপের জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স এন্ড একাউন্ট) বুলবুল বড়ুয়া, মাল্টি জোনের সত্ত্বাধিকার শিমুল বড়ুয়া, লায়ন মিশা বাবলু, সরকারী সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মাসুদ করিম টিটু। অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির অবসরপ্রাপ্ত কালচারাল অফিসার মানসী দাশ তালুকদার, নৃত্য শিল্পী শিখা বড়ুয়া, আলা উদ্দিন ললিতকলা কেন্দ্রের নৃত্য শিল্পী কৃষ্ণা বিশ্বসকে আজীবন সম্মাননা দেওয়া হয়। বিভিন্ন ক্যাটাগরীতে অবদান রাখার জন্য রাইজিং স্টারের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন সহ কয়েকজনকে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে পোশাক সহযোগিতায় ছিল মুনমুনস’স, সায়ন্তী, র’ কালার, সাবা ক্রিয়েশন, নিলুস। বিজ্ঞপ্তি