নূর মুহাম্মদ আলকাদেরী ওফাত বার্ষিকীতে কর্মসূচি

47

রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, মুর্শেদে বরহক, আউলাদে রাসুল, গাউসে জামান, হযরতুল আল্লামা হাফেজকারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.) প্রধান খলিফা মরহুম আলহাজ্ব নূর মুহাম্মদ সওদাগর আলকাদেরী (রহ.)’র ৪২তম ওফাত বার্ষিকী উপলক্ষে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও ফ্রি ঔষুধ বিতরণে মাধ্যমে ২ দিন ব্যাপী কর্মসূচি গতকাল নগরীর কোরবানীগঞ্জস্থ বলুয়ারদীঘির পূর্ব পাড়ে শুরু হয়েছে। মরহুম আলহাজ্ব নুর মুহাম্মদ আলকাদেরী স্মৃতি সংসদ ও শিশু কিশোর সংগঠনের ব্যবস্থাপনায় লায়ন্স ক্লাব অব চিটাগাং অলংকার ও লিও ক্লাব অব চিটাগাং প্লাটিনাম’র সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মৃতি সংসদের সভাপতি ও গাউসিয়া কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার। এতে প্রধান মেহমান ও প্রধান আলোচক ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন ও গাউসিয়া কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার। উদ্বোধক ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক-৩১৫/বি-৪ এর ১ম ভাইস গর্ভনর আল-সাদাত দোভাষ (সাগর)। স্মৃতি সংসদের জেনারেল সেক্রেটারী মুহাম্মদ এরশাদ খতিবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় মহাসচিব আলহাজ্ব শাহজাদ ইবনে দিদার, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, সাংবাদিক-লেখক-সংগঠক অধ্যাপক আবু তালেব বেলাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ হাবিব উল্লাহ, উত্তর জেলা কমিটির প্রচার-প্রকাশনা সম্পাদক আহছান হাবীব চৌধুরী হাসান, কোতোয়ালী থানা কমিটির সহ-সভাপতি কুতুব উদ্দিন সেলিম, লায়ন হাজী মুহাম্মদ ইউনূছ, লায়ন আশিকুল আলম, লায়ন নেওয়াজ-এ খান, লায়ন আলহাজ্ব সাব্বির আহমদ, লায়ন নূর আহম্মদ পিন্টু, মহানগর গাউসিয়া কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব ছাবের আহমদ, আব্দুল মান্নান, লিও নেছার আহমেদ তাহসিন, ফায়েদ, নাফিজ, নজির আহমদ আরিয়ান, তাহমিদ, মোহাম্মদ শাকের প্রমুখ।
অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ ও শিশুদের মাঝে ঔষুধ, মাস্ক সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। আজ দিনব্যাপী কর্মসূচি শেষে বাদ মাগরীব থেকে স্মারক আলোচনা ও আখেরী মুনাজাত বলুয়ার দীঘি খানকাহ্ শরীফে অনুষ্ঠিত হবে। এতে সর্বস্তরের মুসলমানদের উপস্থিত থাকতে অনুরোধ জানান। বিজ্ঞপ্তি