নুহাশের সিনেমায় যুক্ত হলেন দুই অস্কারজয়ী

6

তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’ ইতোমধ্যে একাধিক আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়েছে। প্রশংসার পাশাপাশি পেয়েছে পুরস্কারও। এরপর ছবিটি মুক্তি পেয়েছে অন্তর্জালেও। আসন্ন ৯৫তম অস্কারে লড়তে যাচ্ছে এটি। এর মধ্যেই এলো আরেকটি সুখবর। নুহাশের এই সিনেমার সঙ্গে এবার যুক্ত হয়েছেন অস্কারজয়ী দুই ব্যক্তি। তারা হলেন মার্কিন অভিনেতা ও নির্মাতা জর্ডান পিল এবং ব্রিটিশ অভিনেতা ও র‌্যাপার রিজ আহমেদ। তারা দুজন ‘মশারি’র নির্বাহী প্রযোজকের ভূমিকা পালন করবেন। নুহাশের স্বল্পদৈর্ঘ্য ছবিতে জর্ডান ও রিজের যুক্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে এনেছে মার্কিন সাময়িকী ভ্যারাইটি। তাদের প্রতিবেদন থেকে জানা গেলো, জর্ডান পিল তার প্রতিষ্ঠান মাঙ্কি প প্রোডাকশনস এবং রিজ তার প্রতিষ্ঠান লেফট হ্যান্ডেড ফিল্ম থেকে ‘মশারি’র নির্বাহী প্রযোজনায় থাকছেন। এই ছবির সঙ্গে যুক্ত হতে পেরে তারা দারুণ উচ্ছ¡াসও প্রকাশ করেছেন।
মাঙ্কি প-এর প্রেসিডেন্ট উইন রোজেনফেল্ড, ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডানা গিলস এবং লেফট হ্যান্ডেড ফিল্মসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, হেড অফ টেলিভিশন অ্যালি মুরের মাধ্যমে ‘মশারি’তে যুক্ত হয়েছেন জর্ডান পিল ও রিজ আহমেদ। ভ্যারাইটির কাছে রোজেনফেল্ড এবং গিলস বলেছেন, “মশারি’ এমন একটি ভৌতিক স্বল্পদৈর্ঘ্য, যেটি প্রথম ফ্রেম থেকে আকর্ষণীয়। এটি বেঁচে থাকা, ভালোবাসা এবং পারিবারিক সম্পর্কের একটি সিনেমা, আবার এটিকে ভয়ংকর সিনেমাও বলা যায়। মাঙ্কি প সিনেমাটির সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত।” অন্যদিকে রিজ আহমেদ ও অ্যালি মুরের ভাষ্য, ‘সিনেমাটি আমাদের অবচেতন ভয়কে জাগিয়ে তোলে, শৈশবের দানব থেকে শুরু করে একটি সর্বনাশা ভবিষ্যৎ পর্যন্ত এ ভয় বিরাজমান। নুহাশ একসঙ্গে ভয়, দুই বোনের একটি আবেগপূর্ণ বেঁচে থাকার গল্প বুনেছেন। সঙ্গে আছে ঔপনিবেশিকতা এবং জলবায়ু পরিবর্তনের বিষয়ও। আমরা নুহাশের দলে যোগ দিতে পেরে রোমাঞ্চিত।’