নুর মোহাম্মদ সাহিত্যরত্ন জনসেবায় অবদান রেখেছেন

74

কবি নুর মোহাম্মদ চৌধুরী সাহিত্যরত্ন’র ৩৪ তম মৃত্যুবার্ষিকী স্মরনে আলোচনা সভা, আবৃত্তি সঙ্গীতানুষ্ঠান গত ২ জানুয়ারি চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রত্যয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত স্মরনানুষ্ঠানে সংগঠনের সভাপতি দীপংকর দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদার্থ বিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ কবি আনন্দ মোহন রক্ষিত, সাহিত্যিক দুলাল মল্লিক, লেখক ও চিকিৎসক ডা. দিলীপ কুমার মিত্র, প্রত্যয়ের সাবেক সভাপতি লায়ন ডা. বিধান মিত্র, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. এস.কে দেব সজল, উন্নয়ন কর্মী দেবাশিষ কান্তি বিশ্বাস ও ভাসকর ডি.কে. দাশ মামুন। রিংকু ভট্টাচার্য্যরে সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অনুষ্ঠান প্রস্তুতি পর্ষদের আহব্বায়ক স্বরূপম দেওয়ানজী, সংগঠনের সাধারণ সম্পাদক হৈমন্তী শুক্লা মল্লিক, অনুষ্ঠানের সদস্য সচিব অরুন দাশ, প্রকৌশলী শুভাষ গুহ, শ্যামল বৈদ্য সবুজ, কাজল দত্ত, মৌসুমী চৌধুরী ও অনুপব্রত বিশ্বাস লিটন। সাহিত্য রত্নের পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন মিসেস নাসির উদ্দিন চৌধুরী ও ছড়াকার এমরান চৌধুরী। শুরুতে মহান বিজয়ের স্মরনে জাতীয় সংগীত পরিবেশিত হয়। পরে প্রয়াত সাহিত্যর’ত্ম, গিটার শিল্পী আইয়ুব বাচ্চু, চলচ্চিত্রকার আমজাদ হোসেন, আবৃত্তিকার রনজিত রক্ষিত, গণ-সঙ্গীত শিল্পী অশোক সেন গুপ্ত ও স্বাধীন বাংলা বেতার শিল্পী বানী কুমার চৌধুরীর মৃত্যুতে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সহ যে সব দলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন জানানো হয়। প্রধান অতিথি প্রফেসর ড. বিকিরন প্রসাদ বড়ুয়া বলেন, নুর মোহাম্মদ চৌধুরী সাহিত্যরত্ন শুধু সাহিত্যঙ্গনে নয় সঙ্গীত শিক্ষা ও সেবামূলক কাজে তাঁর পদাচরনা ছিল। পটিয়া থানায় বাঙালির অনেক মহৎ লোকের জন্ম হয়েছে। সেই পবিত্র ভূমিতে সাহিত্যরত্ন নুর মোহাম্মদ চৌধুরীর জন্ম। তিনি সাহিত্যরত্নের নামে রাষ্ট্রীয়ভাবে মরনোত্তর পদক প্রদান, তাঁর প্রকাশিত ও অপ্রকাশিত রচনাবলীর গ্রন্থ প্রকাশ ও পটিয়ার হুলাইন গ্রামে তাঁর নামে একটি রাস্তার নাম করনের দাবি জানান।