নীলনদের মেঘ

13

 

নীলনদের মেঘ এসে –
রেখে গেল দেহে একফোঁটা জলের পতন
শস্যসম্ভবা সমস্ত ইন্দ্রিয়ের অন্তর
আমি দেখি তেড়ে আসে অমূল্য সুফল
কত বেদনার চিত্রিত বেলাভূমি অবহেলায়ে
বেশ কিছুকাল আকাশের দিকে মুখ তুলে

এসো আরও একবার কৃপা করো যদি
দহনের প্রতিটি ক্ষতের গভীরে
ফুটিয়ে তোলো কুসুমের মাস
অবশ্য হৃদয়ে সাজাবে তখন তোমাকে সিঁথিমূলে।