নিহত ১০, নিখোঁজ ৩

22

জাপানের পূর্বাঞ্চলে টানা বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। শনিবার উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির পূর্ব ও উত্তরপূর্বের দুটি অঞ্চল চিবা ও ফুকুশিমার জলমগ্ন এলাকার ওই দুঘর্টনায় আরও তিনজন নিখোঁজ রয়েছে। ফরাসি সংবাদমাধ্যম এএফপি’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রীয় স¤প্রচারমাধ্যম এনএইচকে’তে প্রচারিত ফুটেজে দেখা গেছে, টোকিওর দক্ষিণ-পূর্বাঞ্চলের চিবায় ক্ষতিগ্রস্ত দুই ঘরের ধ্বংসাবশেষ সরাচ্ছে জরুরি উদ্ধারকর্মীরা। প্রতিবেদনে বলা হয়েছে, ওই অঞ্চলে বন্যা ও ভূমিধসে ৯ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে ভাঙা গাড়ি থেকে দুইজনের মরদেহ উদ্বার করা হয়েছে। অগ্নি নির্বাপক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ফুকুশিমার পূর্বাঞ্চলীয় উপকূল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকর্মীরা।
এনএইচকে’র প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বৃষ্টি ও বন্যার কারণে ফ্লাইট স্থগিত হওয়ায় নারিতা বিমানবন্দরে হাজার হাজার যাত্রী রাত অতিবাহিত করেছেন। ৭৫ বছর বয়সী এক ব্যক্তি জানিয়েছেন, ‘নদীর মতো আমার বাগানেও পানি পাবিত হচ্ছে। টাইফুনের সময়ের (যে পরিমাণ বৃষ্টি হয়) থেকেও বেশি বৃষ্টি হয়েছে।’ গত মাসে দুটি টাইফুন আঘাত হানা উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকার মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। টাইফুন হাগিবিসে লÐভÐ মধ্য ও পূর্বাঞ্চলীয় শহরগুলোতে তীব্র বাতাস ও মুষলধারে বৃষ্টির পাশাপাশি আরও বন্যা ও ভূমিধস হতে পারে বলেও আশঙ্কা করছে কর্তৃপক্ষ। স¤প্রতি আঘাত হানা শক্তিশালী টাইফুন হাগিবিসে ৮০ এর অধিক লোকের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজ রয়েছে ৭ জন, আহত তিন শতাধিক।