নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনে চিকিৎসা ভাতা বিতরণ

12

 

নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ শিশুদের এনডিডিপি ট্রাস্ট প্রদত্ত চিকিৎসা ভাতা বিতরণ অনুষ্ঠান ১৪ আগস্ট নিষ্পাপ স্কুল হলরুমে নিষ্পাপ সভাপতি অধ্যাপক ডা. বাসনা মুহুরির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নিষ্পাপ সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক শহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মিসেস ফারহানা লাভলী, আলোচক ছিলেন নিষ্পাপ উপদেষ্টা পরিষদের সদস্য সচিব সাংবাদিক এম নাসিরুল হক, নির্বাহী সভাপতি খোরশেদুল আলম কাদেরী, উপদেষ্টা লায়ন অশেষ কুমার উকিল, যুগ্ম সম্পাদক সুব্রত বিকাশ চৌধুরী, অধ্যক্ষ সোমা চক্রবর্তী প্রমুখ।
সভার শুরুতে বঙ্গবন্ধু ও শহীদ পরিবারবর্গের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় ও আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। সভা শেষে ২১ জন বিশেষ শিশুর জন্য চিকিৎসা ভাতা ও সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে নিষ্পাপ প্রদত্ত মাস্ক বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি