নিষ্ঠ ফাউন্ডেশনের ভার্চুয়াল মতবিনিময় সভা

27

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন- মুসলমানদের পবিত্র অনুষ্ঠান কুরবানি অত্যাসন্ন। সামর্থবানরা করোনা পরিস্থিতিতে কুরবানি করা নিয়ে খুবই চিন্তিত। মুসলমানদের ওয়াজিব আদায়ে সামর্থবানদের চিন্তামুক্ত করার জন্য করোনাকালীন সময়ে নিষ্ঠার কুরবানি সেবা প্রকল্পটি সময়োপযোগী সিদ্ধান্ত এবং আগামীতে এ প্রকল্পটি দেশব্যাপী অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন- নিষ্ঠা ফাউন্ডেশন কর্তৃক করোনাকালীন সময়ে তারাবীহ বঞ্চিত হাফেজ ও টিউশননির্ভর টিউটরদের মাঝে ফটো সেশন ছাড়াই ১০৩ জনের মাঝে নগদ অর্থ প্রদান এবং পরবর্তীতে করোনায় মৃতদের গোসল-কাফন-দাফন-জানাযা ও সৎকার, আক্রান্তদের মাঝে এম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন কন্সেনট্রেটর এবং টেলিমেডিসিন সেবা দারুণ সুনাম অর্জন করেছে। গত ১৫ জুলাই জনকল্যাণমূলক সংস্থা নিষ্ঠা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সরকারী, বেসরকারী, গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে সংস্থার কুরবানি সেবা প্রকল্প নিয়ে ভার্চুয়াল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়াীলীগ চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদুল আলম সুজন, চট্টগ্রাম চেম্বার এর সভাপতি মুহাম্মদ মাহাবুবুল আলম তালুকদার, মা ও শিশু হাসপাতালের ভাইস চেয়ারম্যান জনাব সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসাইন। সংস্থার চেয়ারম্যান অধ্যাপক কামাল উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ তৌহিদুল আলম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা ব্যাংকার সৈয়দ মুহাম্মদ কুতুব উদ্দীন আলম, ভাইস চেয়ারম্যান ও কুরবানি সেবা প্রকেল্পর আহবায়ক হাফেজ মাওলানা মুহাম্মদ ছালামত উল্লাহ, ভাইস চেয়ারম্যান যথাক্রমে জনাব এম. এ. সবুর, ড. মুহাম্মদ নুর হোসাইন, জনাব মুহাম্মদ জসিম আলী চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. হাসান মুরাদ, কুরবানি সেবা প্রকল্পের পরিচালক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, অর্থ সম্পাদক জনাব মুহাম্মদ আসিক ইউসুফ চৌধুরী, ব্যাংকার জনাব মুহাম্মদ আব্দুল ওয়াজেদ, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আরিফ উদ্দীন, জনাব মুহাম্মদ ফয়সাল নওয়াজ, জনাব শাহ নেওয়াজ, জনাব ছালেহ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি