নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআনে হাফেজ ও টিউটর সাহায্য তহবিল গঠিত

98

পবিত্র রমজানের অন্যতম প্রধান ইবাদত খতমে তারাবিহ। এর প্রতি সর্বসাধারণ মুসলমানের খুবই আকর্ষণ। করোনার কারণে এ বছর খতমে তারাবিহ না হওয়ায় প্রায় তিন লাখ কুরআনে হাফেজ খতমে তারাবিহ থেকে বঞ্চিত। এতে তাঁদের পবিত্র কুরআন চর্চার সুযোগ যেমন নষ্ট হয়েছে, তেমনি খতমে তারাবিহ কেন্দ্রিক হাদিয়া থেকেও বঞ্চিত হয়েছেন তাঁরা। হিফজুল কুরআনের সনদ নেয়া সবচেয়ে কঠিন হলেও সরকারিভাবে এর কোন মূল্যায়ন নেই। খতমে তারাবিহ না হওয়ার কারণে বেসরকারি সামান্য মূল্যায়নও এ বছর বন্ধ। সাধারণত একজন হাফেজ প্রতি রমজানে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পেয়ে থাকেন, যদিও এ ক্ষেত্রে তাঁদের কোন দাবি থাকে না। সেটা দিয়ে তাঁরা পরিবারকে সাহায্য করেন অথবা নিজের লেখাপড়ার খরচ চালান। বর্তমানে সমাজের সম্মানিত উক্ত শ্রেণিটি অতি কষ্টে আছেন। সমাজ কল্যাণমূলক সংগঠন নিষ্ঠা ফাউন্ডেশন অবহেলিত উক্ত দুশ্রেণির পাশে দাঁড়িয়েছে। ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. হাফেজ মুহাম্মদ নুর হোসাইন বলেন, নিষ্ঠা ফাউন্ডেশন-এর উক্ত তহবিল থেকে প্রত্যেক হাফেজ ও টিউটরকে নগদ সাহায্য দেয়ার লক্ষ্যে কুরআনে হাফেজ ও টিউটর সাহায্য তহবিল গঠন করা হয়েছে। অনলাইন ফরমে আবেদন চাওয়া হয়েছে। ফরমগুলো যাচাই করে অপেক্ষাকৃত বেশি সংকটাপন্নদেরকে এককালীন ৫১০০ টাকা করে দেয়া হচ্ছে। আবেদনে উল্লেখিত বিকাশ নাম্বারে পৌঁছে যাচ্ছে তাঁদের প্রাপ্য। আমানতের স্বচ্ছতা রক্ষার জন্য প্রেরক ও প্রাপক বিকাশ নাম্বারটি নিষ্ঠা ফাউন্ডেশন-এর হোয়াটসেপ গ্রূপে প্রকাশ করা হচ্ছে। উক্ত তহবিল শক্তিশালীকরণের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক কামাল উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক এড. তৌহিদুল আলম ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফ উদ্দিন সামর্থবানদের সহযোগিতা চেয়েছেন। ইতিমধ্যে যাঁরা এগিয়ে এসেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সাহায্য পাঠাবার ঠিকানা- বিকাশ (ব্যক্তিগত) ০১৮১৯-৬৩৪৮২৫, ব্যাংক একাউন্ট- Nishtha Foundation Poor Fund, , হিসাব নং- 1091120027645, Al-Arafa Islami Bank Ltd, Muradpur Branch, Ctg.. বিজ্ঞপ্তি