নিষ্কৃতির গণশুনানি ও সেলাই মেশিন প্রদান

58

সমাজ সেবা প্রতিষ্ঠান নিষ্কৃতির ঋণদান প্রকল্পের সদস্যদের সুযোগ সুবিধা এবং জীবনমান উন্নয়ন বিষয়ের উপর এক গণশুনানি অনুষ্ঠানের আয়োজন করা হয়। নগরীর একটি হোটেলের মিলনায়তনে খুরশীদ আনোয়ারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাইক্রো রেগুলেটরী অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অমলেন্দু মুখার্জী। বিশেষ অতিথি ছিলেন মো. ফরিদুল হক উর্দ্ধতন সহকারী পরিচালক, নিষ্কৃতির কনসালটেন্ট শেখ রায়হান আনোয়ার, ডাইরেক্টর ফাইন্যান্স এন্ড এডমিন সম্পদ বড়ুয়া, প্রোগ্রাম পরিচালক এসএম বদিউল আলম, প্রোগ্রাম কর্মকর্তা মো. মাহবুবুল ইসলাম, প্রোগ্রাম অফিসার এম আই এস সাজ্জাদ উজ জামান, নিষ্কৃতি স্বাস্থ্য প্রকল্পের ক্লিনিক ম্যানেজার দেবাশীষ কান্তি বিশ্বাস, নিষ্কৃতি সাপোর্ট গ্রুপের সচিব জনাব রাশেদ খানসহ নিষ্কৃতি ঋণদান প্রকল্পের সদস্যবৃন্দ ও নিষ্কৃতির অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে গণশুনানি পর্যায়ে প্রধান অতিথি অমলেন্দু মুখার্জী নিষ্কৃতির উদ্যোক্তা সদস্য ও সাধারণ সদস্যের সাথে নিষ্কৃতি থেকে প্রাপ্ত সুযোগ সুবিধা এবং একি সঙ্গে অভিযোগ কিম্বা অনুযোগ বিষয়ে প্রশ্ন রাখেন এবং ব্যাক্তিগত ভাবে প্রত্যেক সদস্যের কাছ থেকে তাদের অভিমত শোনেন। তিনি তার বক্তৃতায় সদস্যদের প্রতি নিষ্কৃতির কর্মকান্ডের প্রসংশা করেন এবং গরীব দুঃখী সদস্যদের জীবন উন্নয়নের অংশীদার হওয়ার জন্য সাধুবাদ জানান এবং ভবিষ্যতে নিষ্কৃতির কর্মকান্ডকে আরো সুপ্রসারিত করে সমাজের সুবিধা বঞ্চিত লোককে আরো কিভাবে সহায়তা দেওয়া যায় সে ব্যাপারে এম আর এ- এর তরফ থেকে যাবতীয় সুবিধা প্রদানের আশ্বাস দেন। এবং একি সঙ্গে মাইক্রো রেগুলেটরী দপ্তরের জরুরি ফোন নম্বরও প্রদান করেন যাতে সদস্যরা সরকারের এ দপ্তর থেকে ফোনে পরামর্শ সহ দিকনির্দেশনা গ্রহণ করতে পারে। অনুষ্ঠানে এসএম বদিউল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি নিষ্কৃতির সফল উদ্যোক্তা দুইজনকে সেলাই মেশিন সহ দশজন উদ্যোক্তার মাঝে পুরষ্কার বিতরণ করেন। তিনি আশা প্রকাশ করেন, নিষ্কৃতি অদূর ভবিষ্যতে গরীব মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা ভাতা প্রদান করে দেশকে শতভাগ শিক্ষিত জন সমাজ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষা প্রকল্প হাতে নেবে। বিজ্ঞপ্তি