নির্মূল কমিটির সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক বিষবাষ্পকে প্রতিহত না করার ক্ষেত্রে রাষ্ট্রের দায় রয়েছে

3

 

সারাদেশে অব্যাহত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে এবং জড়িতদের অবিলম্বে গ্রেফতারপূর্বক শাস্তির দাবিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল ১৯ অক্টোবর, বিকেল ৩টায়, চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেছেন,
সাম্প্রদায়িক বিষবাষ্পকে প্রতিহত না করার ক্ষেত্রে রাষ্ট্রের নীরবতা এবং বিচারহীনতার সংস্কৃতির দায় রয়েছে। এ দায় এড়িয়ে গেলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শকে অস্বীকার করা হবে এবং বাংলাদেশ অচিরেই তালেবানি রাষ্ট্রতে পরিণত হবে। জেলা নির্মূল কমিটির সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে ও কার্যকরী সাধারণ সম্পাদক মো. অলিদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব লেখক, সাংবাদিক শওকত বাঙালি। আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, নারীনেত্রী নুরজাহান খান, চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, রাশেদ হাসান, আশীষ কুমার ভট্টাচার্য্য, হিল্লোল সেন উজ্জ্বল, সুজিত দাশ, জুলকার নাইন সুমন, শিক্ষক অচিন্ত্য কুমার দাস, সাংবাদিক চৌধুরী মো. আহছান খুররম, আশীষ আচার্য্য, দেবাশীষ আচার্য্য, কাজী রাজিশ ইমরান, দীপঙ্কর চৌধুরী কাজল, অ্যাডভোকেট মিলি চৌধুরী, মো. হেলাল উদ্দিন, হাবিব উল্লাহ চৌধুরী ভাস্কর, এ.কে.এম জাবেদুল আলম সুমন, আবু সাদাত মো. সায়েম, আবদুল মান্নান শিমুল, নাজমুল আলম খান, ফারুক চৌধুরী, সুমন চৌধুরী, মিথুন মল্লিক, অসিত বরণ বিশ্বাস, সূচিত্রা গুহ টুম্পা, রুবেল চৌধুরী, মনজুর হোসাইন, প্রফেসর ড. মোজাহেরুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি