নির্মাণ শ্রমিকদের সচেতনতামূলক ক্যাম্প

9

 

গত ২৫ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ- বিলস এর সহযোগিতায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) বায়েজিদ থানা কমিটির উদ্যোগে এক সচেতনতামূলক ক্যাম্প সংগঠনের কার্যালয়ের প্রাংগনে অনুষ্ঠিত হয়। ইনসাব বায়েজিদ বোস্তামী থানা কমিটির সভাপতি আশ্রাফ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো মহিন উদ্দিনের সঞ্চালনায় উক্ত সচেতনতামূলক ক্যাম্পে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত এবং অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল, বিলস চট্টগ্রামের সিনিয়র কর্মকর্তা পাহাড়ী ভট্টাচার্য, ইনসাব বায়েজিদ থানা কমিটির কার্যকরী সভাপতি মো. ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন সরকার প্রমুখ শ্রমিক নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রবীন শ্রমিক নেতা তপন দত্ত বলেন, সারা দেশে প্রায় ৪০ লক্ষ নির্মাণ শ্রমিক রয়েছে। তাদের একাংশ বড় বড় ঠিকাদার এবং ডেভেলপার প্রতিষ্ঠানের অধীনে কাজ করলেও তারা কোন নিয়োগ পত্র ও পরিচয় পত্র পায়না আবার সিংভাগ শ্রমিক দৈনিক মজুরি ভিত্তিক কাজ করে। ফলে তারা শ্রম আইনে বর্ণিত ন্যুনতম সুযোগ সুবিধা থেকে নির্মান শ্রমিকেরা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। নির্মাণ শ্রমিকরা কাজ করতে গিয়ে প্রায়শঃ কর্মস্থলে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার শিকার হয়ে অনেকে অকালে প্রাণ হারাচ্ছে কিংবা পঙ্গুত্ব বরণ করছে কিন্তু শ্রম আইন অনুযায়ী ক্ষতিপূরণ পাচ্ছেনা। আবার শ্রম আইনে উল্লেখিত ক্ষতিপূরণও খুবই অপর্যাপ্ত যা আইএলও কনভেনশন ১০২ এবং ১২০ এর সাথে সঙ্গতিপূর্ণ নয়। সভায় অন্যান্য বক্তারা নির্মান শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে সংগঠিত হয়ে শক্তিশালী সংগঠন এবং ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তোলার জন্য আহŸান জানান। সমাবেশ শেষে বিলস এবং ইনসাবের পক্ষ থেকে ১০০ জন নির্মান শ্রমিককে কম্বল বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি