নির্ভরতার বাতিঘর

36

নির্ভরতার এক বাতিঘর প্রাণের পরশ খাঁটি,
তিনি ঘরের চাবিকাঠি?
যেমন রোদ না হলে হয় না
আঁধার রঙিন,ঝলমলে রূপ খুশির ধারা বয় না?
চলার পথে পথে পাতেন সিঁড়ি
অসীম সাহসদাতা,
তিনি মাথার উপর ছাতা?
যেন অন্ধজনের জীবন বাঁকে রূপকথাময় লাঠি,
পাহাড়সম দাঁড়াতে দেন পায়ের তলায় মাটি ?

তিনি দিশারী শুকতারা
যেন অন্ধ তাঁকে ছাড়া।
মহা বটবৃক্ষ ছায়া
ছড়ান বুকে শান্তি মায়া।

তিনি পরম পূজনীয়,
খাওয়ান পরান, ঘুম পাড়াতে টাঙান মশারিও?
মাথায় হাত বুলিয়ে আশীর্বাদের পরশ ঢালেন কত!
তখন খুশির ফড়িং বুকের ঘাসে লাফায় অসংযত ?

কষ্ট সরান, হেসে ঝরান বুকের ঘাম ও রক্ত,
ঝড়-সাগরে পাঞ্জেরী এক
তিনি বিপদে ঢাল শক্ত ?
এমন নির্ভরতার সূর্যটাকে কে বাসে না ভালো?
গহীন বুকে মূর্ত থাকুক চিরকালের আলো।