নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেয়া হবে

28

 

চট্টগ্রাম হচ্ছে দেশের বৃহত্তম বন্দর নগরী। যেটিকে প্রাচ্যের রাণী হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, এ চট্টগ্রাম নগরীর অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা। বর্ষা মৌসুম আসলেই নগরবাসীর দুর্ভোগ ও ভোগান্তির কোন অন্ত থাকে না। ১০ জানুয়ারী রোববার বিকেল ৩টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ এম ওয়াহেদ মুরাদ মুরাদপুর, মোহাম্মদপুর, শুলকবহর এলাকায় গণসংযোগকালে উপরোক্ত মন্তব্য করেন। এ সময় তাঁর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম খান, চট্টগ্রাম মহানগরের সভাপতি এইচ.এম. মুজিবুল হক শুক্কুর, সাধারণ সম্পাদক এম. মহিউল আলম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ আলী, ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি মুহাম্মদ মুনির উদ্দীন, মুহাম্মদ শহীদ, ইঞ্জিনিয়ার রাসেল, আব্দুল্লাহ আল নোমান সহ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ।