নির্বাচন ছাড়া আর কোনভাবে সরকার বদলের সুযোগ নেই

5

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, নির্বাচন ব্যবস্থা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতা পরিবর্তনের একমাত্র মাধ্যম। এর বাইরে আর কোন মাধ্যম বা অবলম্বন নেই। যদি থেকে থাকে তা অগণতান্ত্রিক এবং সাংবিধানিকভাবে অবৈধ। তিনি রবিবার বিকেলে নগরীর চান্দগাঁও খাজা রোডস্থ পাক্কার দোকানে চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের কর্মীসভায় চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নোমান আল মাহমুদের সমর্থনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। চট্টগ্রাম-০৮ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ বলেছেন, চট্টগ্রাম নগর ও সংলগ্ন এলাকায় মেগা প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এগুলো দ্রুত বাস্তবায়ন শেষ করতে হবে। এটা আমার রাজনৈতিক অঙ্গীকার। ৪নং ওয়ার্ড যুব মহিলা লীগের আহব্বায়ক আবিদা সুলতানা আঁখির সভাপতিত্বে ও যুবলীগ নেতা মাহফুজুর রহমান মানিকের সঞ্চালনায় কর্মীসভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সফর আলী, ৪নং চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের আহŸায়ক নুর মোহাম্মদ নুরু, কাউন্সিলর এসরারুল হক এসরাল, অধ্যাপিকা সায়রা বানু রৌশনী, সাইকা দোস, কহিনুর আক্তার, কামরুন নাহার, ফাতেমা ডলি, ফাতেমা জান্নাত, চেমন আরা প্রমুখ। বিজ্ঞপ্তি