নির্বাচন কমিশনের ৪ কর্মী পুলিশ হেফাজতে

46

রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র পাইয়ে দেয়া ও সার্ভারে অন্তর্ভুক্তির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজন নারীসহ আরও চার কর্মীকে হেফাজতে নিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। গতকাল দুপুর ১২টার দিকে লাভ লেন আঞ্চলিক সার্ভার স্টেশন থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের জন্য নেয়া কর্মচারীরা হলেন, কোতোয়ালী নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর ফাহমিদা আক্তার, মো. শাহীন, বন্দর নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর মো. জাহেদ হাসান ও ডবলমুরিং নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর পাভেল বড়ুয়া। দামপাড়ায় কাউন্টার টেররিজম ইউনিটে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়।
সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার পলাশ কান্তি নাথ বলেন, একজন নারীসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তারা ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে নির্বাচন কমিশনে কর্মরত ছিলেন। রোহিঙ্গাদের ভোটার করায় তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়ায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।