নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে ছাড় দেওয়া হবে না

11

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িয় ইউনিয়ন নির্বাচনী আরণবিধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ অক্টোবর নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌসের সভাপতিত্বে নাইক্ষ্যংছড়ি থানার ওসি তদন্ত শরীফ ইবনে আলম, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ও ১১বিজিবির এবং নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সাংবাদিকসহ স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন। এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার দুই ইউনিয়ন যথাক্রমে বাইশারী ও দোছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়া ৭৪ জন চেয়ারম্যান-মেম্বার পদপ্রার্থী অংশ নেন। এ সময় প্রার্থীদের নির্বাচনী আরণবিধি প্রতিপালন বিষয়ক নানা প্রশ্নের জবাব দেন রিটার্নিং অফিসার ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। সভায় নির্বাচন অফিসের কর্মকর্তারা বলেন, কোন প্রার্থী আচরণ বিধি লঙ্গন করলে তারা যে দলেরই হোক না কেন ছাড় দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন।