নির্ধারিত স্টপেজে গাড়ি থামবে

13

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ বলেছেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা আমাদের সকলের উদ্দেশ্য। তাই চালক-হেলপারদের ট্রাফিক আইন মেনে চলতে হবে। যাত্রী তোলার জন্য প্রতিযোগিতায় নেমে পড়ে বাসগুলো। এতে পেছনে গাড়ির সারি দীর্ঘ হয়ে যানজট তৈরি হয়। চালকদের এ ব্যাপারে সচেতন হবে। নগরীকে যানজটমুক্ত করতে অবৈধ পার্কিং, নির্ধারিত স্টপেজ ছাড়া গাড়ি থামানো বা যাত্রী উঠানামা করা যাবে না। একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না এবং সাবধানে চালালে গাড়ি নিরাপদে ফিরবো বাড়ি। এ দুটি কথা চালকেরা মনে রাখলে সড়কে শৃঙ্খলা এমনিতেই ফিরবে।
গতকাল মঙ্গলবার সকালে নগরীর জিইসি’র মোড়ে একটি হোটেলে ট্রাফিক-উত্তর বিভাগ আয়োজিত পরিবহনের চালক ও হেলপারদের ট্রাফিক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিএমপি’র পাঁচলাইশের ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাফিক উত্তর বিভাগের পরিদর্শক (প্রশাসন) মো. কামাল হোসেন, টিআই (মোহরা) মো. রেজাউল করিম খান, টিআই (প্রবর্তক) বিপুল পাল, টিআই (খুলশী) সালাউদ্দিন মামুন প্রমুখ। শতাধিক চালক-হেলপার কর্মশালায় অংশগ্রহণ করেন। সড়কে শৃঙ্খলা ফেরাতে চালক-হেলপারদের শপথ পাঠ করান এডিসি মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ।