নির্ধারিত সময়েই নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি

63

করোনা ভাইরাসের কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। প্রার্থী ও ভোটারদের মধ্যে এ নির্বাচন নিয়ে উৎকন্ঠা দেখা দিয়েছে। গতকাল দিনভর নির্বাচন স্থগিত হয়েছে বলে নগরজুড়ে গুজব ছড়ালেও নির্ধারিত সময়ে নির্বাচন সম্পন্ন হবে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, ‘নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেবে সেটি বাস্তবায়নে আমরা প্রস্তুত। তবে আমার মতামত যদি জানতে চান, তাহলে বলবো আমরা সচেতনতা বাড়িয়ে নির্বাচন করে ফেলতে চাই। চট্টগ্রামের পরিস্থিতি এখনো ভালো আছে।
তিনি বলেন, ‘করোনার বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। কিন্তু চট্টগ্রামে এখন পর্যন্ত পরিবেশ ভাল আছে। আমরা প্রার্থীদের বলেছি জনসমাগম না করে ছোট ছোট দলে ভাগ হয়ে প্রচারণা চালাতে। তারা সেটা করবেন বলেছেন।’
প্রধান নির্বাচন কর্মকর্তার সাথে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, সিইসি স্যার আমার কাছে জানতে চেয়েছেন এখানকার পরিস্থিতি কী? আমি উনাকে বলেছি প্রার্থীদের কেউই এখন পর্যন্ত নির্বাচন বন্ধের জন্য বলেননি। এখানকার পরিস্থিতিও ভাল। আমাদের সব প্রস্তুতি নেওয়া শেষ। নির্বাচন করে ফেলাই উচিত।’
রিটার্নিং কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, নির্বাচন সম্পন্ন করার বিষয়ে নিজেদের অবস্থান দৃঢ়। আমরা নিয়মিত করোনা সচেতনতা নিয়ে কাজ করছি। আমাদের যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন, তাদের চেকআপ করিয়ে নিব। প্রয়োজনে ডাক্তারও প্রস্তুত রাখবো। আমরা দ্বিগুণ উৎসাহে আমাদের কাজ করে যাচ্ছি। আর প্রার্থীরাও এখন পর্যন্ত নির্বাচন স্থগিতের বিষয়ে কিছু বলেননি।’