নিরাপদ খাদ্য নিশ্চিতে উৎপাদক নিয়ন্ত্রক ও ভোক্তার উদ্যোগ চাই

7

অধিকাংশ সময় সরকার ব্যবসায়ী ও সরকারের দ্বিপাক্ষিক আলোচনার উদ্যোগ নিয়ে থাকেন। কিন্তু এসব উদ্যোগ একটা সময়ে দ্বিপাক্ষিক দেনদরবারে পরিণত হয়। ফলে একপর্যায়ে ব্যবসায়ীদের পক্ষ থেকেও অভিযোগ করা হয়, বড় বড় করপোরেট গ্রুপ, আমদানিকারকরা ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে নানাভাবে বঞ্চিত করছে। আমদানিকারক ও বড় ব্যবসায়ীরা খুচরা ব্যবসায়ীদের ওপর দোষ চাপান এবং খুচরা ব্যবসায়ীরা পাইকারীদের ওপর দোষ চাপান। ফলে ব্যবসা-বাণিজ্যে একটি অসমতা বিরাজ করছে। তাই সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে উৎপাদক বিশেষ করে খামারী, কৃষক, সরকারের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ও ভোক্তাদের সমন্বিত উদ্যোগ ছাড়া কোনভাবে সফল হওয়া সম্ভব নয়। ২১ জুন নগরীর মোটেল সৈকত সাম্পান হলে ক্যাব’র পোল্ট্রি সেক্টরে সুশাসন প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপরোক্ত মন্তব্য করেন। ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে ও বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরীর সংঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় অতিথি ছিলেন চট্টগ্রাম ইউমেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী, নারী নেত্রী অ্যাডভোটে রেহেনা বেগম রানু, দেশ টিভির ব্যুরো চীফ আলমগীর সবুজ ও থানা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিয়া খাতুন। আলোচনায় অংশ নেন ক্যাব মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, পাঁচলাইশ থানার সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর, ক্যাব নেতা সেলিম সাজ্জাদ, মাজেদ ভাষানী, পোল্ট্রি খামারী মোহাম্মদ রফিক, ক্যাব কর্মকর্তা তাজমুন নাহার হামিদ, শম্পা কে নাহার ও জহুরুল ইসলাম প্রমুখ। পাঁচলাইশ থানা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিয়া খাতুন ও ক্যাব চট্টগ্রামের মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ আরিফ আহমেদ পোল্ট্রি উৎপাদনে নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ বিষয়ে সেশন পরিচালনা করেন। কর্মশালায় ২৫ জন খামারি ও ১৫ জন স্থানীয় ক্যাব নেতৃবৃন্দসহ ৪০ জন অংশ নেন। বিজ্ঞপ্তি