নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে ভারতের সমর্থন বাড়ছে

21

পরদেশ ডেস্ক

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার জন্য ভারতের সমর্থন বাড়ছে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর জানিয়েছেন। নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে ব্যাপকভাবে বৈশ্বিক ঐকমত্য সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, নিরাপত্তা পরিষদের পরিধি বাড়ানোর সঙ্গে শুধুমাত্র ভারতের সুবিধাই জড়িত নয় বরং এই স¤প্রসারণের ফলে অন্য অনেক অপ্রীতিকর বিষয়েরও সুরাহা হতে পারে। নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটিতে বক্তব্য রাখার সময় জয়শঙ্কর বলেছিলেন, ‘কয়েক বছরের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে, এটি সবচেয়ে জনবহুল সমাজ হবে এবং কাউন্সিলে এমন একটি দেশ না থাকা- এটা স্পষ্ট যে এটি আমাদের জন্য ভাল নয়, তবে আমি এটাও মনে করি এটি আমাদের জন্য ভাল। এর আগে তিনি আরও বলেছিলেন, ভারত ও চীনের পারস্পরিক স্বার্থে একে অপরকে মিটমাট করার উপায় খুঁজে বের করা দরকার, কারণ ‘এশিয়ার উত্থান’ দুই দেশের অর্থনীতির উপর নির্ভরশীল। গত তিন দিন ধরে জয়শঙ্কর জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের সাইডলাইনে বিশ্বজুড়ে রাষ্ট্রদূত এবং রাষ্ট্রপ্রধানদের সাথে দেখা করেছেন এবং মোট ৫০টিরও বেশি রাষ্ট্রীয় দায়িত্ব সেরেছেন।