নিরবচ্ছিন্ন বিশ্রাম

53

ঘনিয়ে আসছে দিন
বলো, তোমার স্বাদ কেমন, মিষ্টি নয়, কঠিন কড়া ধাতের, ভাবছি সব আনন্দ উৎসবের শেষে তুমি আসো, তুমি তো ধুমকেতু নও, তাহলে কেন সংশয়!

খুব ভালো বললে, নিরব বাণী শোনার কর্ণযুগল ভক্ত ভেবেই সততার মাপকাঠিতে মাপলে,
আদতে আমি তো নই, পাপের ধারার মাঝে গড়তে চেয়েছি পুণ্য, শূন্য তামাশা নিয়ে করেছি মিথ্যাচার,
মায়া ত্যাগ করে জাগো প্রেম আমার।

নিদ্রিত মাটি অধ্যয়ন নেই আমার, বিশ্বসংসারে খুঁজবো ভূমিশয্যা, যে মাটি দিয়ে গড়েছিলো প্রতিমা,
তার স্পর্শের কাছে নেবো গভীর শাদা গাঢ় বিশ্রাম
বেসুরো গোধূলির ইচ্ছেদের হোক নীল পরাজয়
বিভিন্ন জন্ম-জন্মান্তরের কাছে নতজানু কামনায়।