নিরপেক্ষ ভোট গ্রহণ করে গণমানুষের সম্মান আদায়ের চেষ্টা করুন

44

রাঙ্গুনিয়ায় ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা রাঙ্গুনিয়া আদর্শ বহুমূখী পাইলট উচ্চ বিদ্যালয়ে গত ১১ মার্চ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। ভোট গ্রহন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে। অন্য কোনো চিন্তা করার কোনো সুযোগ নেই। নির্বাচনকে বিতর্কিত করারও কোনো সুযোগ নেই। ভোটের আগের রাতে কেন্দ্রের দরজা-জানালা বন্ধ রাখবেন। যাতে কেন্দ্রে গিয়ে কেউ কোনো সুযোগ নিতে না পারে। প্রিজাইডিং কর্মকর্তারা বেশির ভাগই শিক্ষক। শিক্ষকরা আদর্শ ও ন্যায় বিচারের প্রতি সজাগ থাকেন। ভোট গ্রহনেও আপনারা সজাগ থাকবেন। নিরপেক্ষ ভোট গ্রহন করে গণমানুষের সম্মান আদায়ের চেষ্ঠা করুন। কোনো প্রার্থী বা ব্যক্তির না। যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। ভোট গ্রহণ কর্মকর্তারা যাতে নির্বিঘ্নে ভোট নিতে পারেন এবং জনগণ যাতে নিরাপদে ভোট দিতে পারেন সেই লক্ষে যাবতীয় নিরাপত্তামূলক ব্যবস্থা রয়েছে এবং পর্যাপ্ত জনবল ও প্রস্তুতি রয়েছে। ভোটের আগের রাতে যাতে টাকার ছড়াছড়ি না হয়, সেদিকে দৃষ্টি রাখতে হবে। রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয়ের সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমান। বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা, রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা, উপজেলা নির্বাচন কর্মকর্তা তনুশ্রী গোস্বামী প্রমুখ। প্রশিক্ষন কর্মশালায় ১৮ জন প্রশিক্ষক ৯২ জন প্রিজাইডিং, ৫৯০ জন সহকারী প্রিজাইডিং ও ১১৮০ জন পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেন।