নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

17

পটিয়া:

নিত্যপণ্য, জ্বালানি তেল, বিএনপি নেতা খুন ও পরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পটিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে উপলক্ষে গত সোমবার উপজেলার মনসা বাদামতল চত্বরে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সতেরটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মিছিল সহকারে যোগ দেন। দীর্ঘদিন পর কেন্দ্র ঘোষিত এ কর্মসূচিতে বিএনপি নেতা-কর্মীর ঢল নামে। মনসা বাদামতল মোড়সহ আশপাশের এলাকায় এ সমাবেশে নেতা-কর্মীরা স্বতস্ফূর্তভাবে অংশ নেয়। আয়োজিত সমাবেশ উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক এনামের সভাপতিত্বে ও সদস্য সচিব খোরশেদ আলমের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) মাহবুবুর রহমান শামীম। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদল সভাপতি মোহাম্মদ শাহজাহান, রেজাউল করিম নেছার, শাহজাহান চৌধুরী, নুরুল ইসলাম, গাজী আবু তাহের, মফজল আহমদ, শফিকুল ইসলাম, শরিফ উদ্দিন চৌধুরী, মনির আহমদ সেলিম, মঈনুল আলম ছোটন, জাবেদ চৌধুরী প্রমুখ।

লামা :
দেশে জ্বালানি তেল, পরিবহন ভাড়া, সকল প্রকার দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে সম্প্রতি বান্দরবান জেলার লামা উপজেলায় আয়োজিত এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাচিংপ্রু জেরী। উপজেলা বিএনপির সভাপতি মো. আমির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. ওসমান গণি, সহ-সভাপতি আব্দুল মাবুদ ও সাচুপ্রু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক থোয়াইনু অং চৌধুরী, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি উন্মে কুনসুম লীনা, মো. জাহাঙ্গীর আলম, বান্দরবান জেলা ছাত্র দলের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক অমিত ভুষন তংচংগ্যা ও লামা উপজেলা মহিলা দলের সভাপতি জোসনা বেগম বিশেষ অতিথি ছিলেন। শেষে দলকে শক্তিশালী করার জন্য উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন সাচিংপ্রু জেরী। এর আগে লামা বাস টার্মিনাল থেকে সাচিংপ্রু জেরীর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি নেতা আবু তাহের মিয়ার বাড়ির আঙ্গিনায় গিয়ে সমবেত হয়।