নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে আনার আহবান

18

চট্টগ্রাম মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস বলেছেন, দ্রব্যমূল্যের উর্ধ্বূগতিতে মানুষ দিশেহারা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রতিদিনই বাড়ছে। ইহাতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তিনি সরকারকে অতিদ্রুত নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে আনার আহবান জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। তিনি আরো বলেন, ১৬ কোটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দেশে স্বাভাবিক অবস্থা বিরাজ করার ব্যবস্থা করেন। তিনি গত ৯ ডিসেম্বর সোমবার দুপুরে বাংলাদেশ কল্যাণ পার্টির একযুগপূর্তি উপলক্ষে পার্টি কার্যালয়ে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার গঠন করতে হবে। এর জন্য প্রয়োজন জনগণের সৎ সাহস ও সচেতনতা। বাংলাদেশ কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি এড. জহুরুল হক আনসারী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সহসভাপতি মুসলিম সিকদার, মহানগরের দপ্তর সম্পাদক মো. সেলিম, দক্ষিণ জেলা সভাপতি মোজাম্মিল হোসেন, সেক্রেটারি ডা. কলিম উল্ল­াহ, চট্টগ্রাম মহানগর ছাত্রবিষয়ক সম্পাদক নজমুল হুদা নিয়াজি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবুল বশর, বিশিষ্ট শ্রমিক নেতা মো. ইদ্রিস, আইন বিষয়ক সম্পাদক আসিফ ইকবাল, কোতোয়ালী থানা সভাপতি মো. জাহেদ, মহানগর সদস্য সাদ্দাম হোসেন সায়মান প্রমুখ। বিজ্ঞপ্তি