নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন মুশফিক

14

দিন যত যাচ্ছে ততোই যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম। করোনাকালে ষষ্ঠ দিনের অনুশীলনে মিরপুর শের-ই-বাংলার ভেন্যু ১৪ বার প্রদক্ষিণ করলেন দেশ সেরা এই ব্যাটসম্যান। বিসিবি’র ব্যবস্থাপনায় ব্যক্তিগত অনুশীলনের শুরুটা ১৯ জুলাই থেকে করলেও গেল সপ্তাহের প্রায় পুরোটাই তাকে বৃষ্টি বাগড়ায় পড়তে হয়েছে।
শ্রাবণের টানা বর্ষণে কখনো ইনডোরে রানিং করতে হয়েছে কখনো বা বৃষ্টির মধ্যেই একাডেমির মাঠে দৌড়েছেন। গতকাল শের-ই-বাংলার পুরো ভেন্যু বিরামহীন ১৪ বার ঘুরলেন মিস্টার ডিপেন্ডেবল! দিনের শুরুটা করেছেন অবশ্য ব্যাটিং দিয়ে। বিসিবি’র সূচি অনুযায়ী সকাল ন’টায় ব্যাটিং শুরু করেছেন যা থেমেছে সকাল দশটায়। করোনাকালে ক্রিকেটারদের আগ্রহের প্রেক্ষিতে গত রবিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।