নিজামুদ্দীন মাহবুবে এলাহীর ওরশ

9

 

চট্টগ্রাম চাঁন্দগাও বাহির সিগনাল দরবার-এ বারীয়া শরীফে উপমহাদেশের সুফিবাদের অন্যতম আধ্যাত্মিক সাধক হযরত নিজামুদ্দিন আউলিয়া মাহবুবে এলাহী রহমাতুল্লাহি আলাইহির বার্ষিক ওরশ ২৩ নভেম্বর দরবার শরীফের বাগানবাড়িতে দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ মুহাম্মদ মোকাররম বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক ছিলেন শাহজাদা সৈয়দ মুহাম্মদ সাইফুল ইসলাম বারী। হাফেজ সৈয়দ এরশাদুল ইসলাম বারী, মাওলানা সৈয়দ আহমদ রেজা, মাওলানা সাদ্দাম হোসেন আলকাদেরী প্রমুখ। বক্তারা বলেন উপমহাদেশে ইসলামের অন্যতম খেদমতগার হযরত নিজামুদ্দিন আউলিয়া মাহবুবে এলাহী (রহঃ)। তাঁর আধ্যাত্মিকতা ও হুব্বে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে মানুষকে ইসলামের সঠিক দিশা দিয়ে দুনিয়া-আখিরাতের মুক্তির পথ নিশ্চিত করেছিলেন। ওরশ মাহফিলে বহু ভক্ত-আশেক ও মুসল্লির সমাগম ঘটে। পরে ফতেহা মিলাদ-ক্বিয়াম মুনাজাত ও তাবারুক বিবরণের মাধ্যমে মাহফিল শেষ হয়।