নিউ জিল্যান্ডে অগ্ন্যুৎপাত সম্ভাব্য মৃতের সংখ্যা ১৩

23

নিউ জিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি জানিয়েছে, হোয়াইট আইল্যান্ডে বিমানে করে অনুসন্ধান চালিয়ে জীবিত কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। পাঁচ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, নিখোঁজ বাকী আট জনেরও মৃত্যু হয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে।
“আমার জোরালো ধারণা, ওই দ্বীপে আর কেউ বেঁচে নেই,” বলেন নিউ জিল্যান্ড পুলিশের ডেপুটি কমিশনার জন টিমস। সোমবার জনপ্রিয় ওই আগ্নেয় দ্বীপটিতে পর্যটকরা ঘুরে বেড়ানোর সময় আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। অগ্ন্যুৎপাতের পর দ্বীপটিতে প্রাণের আর কোনো চিহ্ন মেলেনি বলে জানিয়েছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অ’ডুর্ন। দ্বীপের পরিস্থিতি নিরাপদ হওয়ার পর নিহতদের ‘খুঁজে বের করে তাদের প্রিয়জনদের কাছে ফিরিয়ে দেওয়ার’ দিকেই এখন মনোযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।