নিউ ইয়র্কে ৪ ‘গৃহহীনকে’ পিটিয়ে হত্যা

16

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গৃহহীন চার ব্যক্তিকে মাথায় লোহার পাইপ দিয়ে আঘাত করে হত্যা করেছে এক ব্যক্তি। শুক্রবার স্থানীয় সময় রাত ১২টার পর ম্যানহাটনে তিনটি স্থানে ওই হামলা হয়। এতে আরও একজন গুরুতর আহত হয়েছে। পরে সন্দেহভাজন হামলাকারীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের ধারণা, নিহত সবাই গৃহহীন ও ঘুমন্ত অবস্থায় তাদের উপর আক্রমণ করে ওই ব্যক্তি। পুলিশ ওই হামলায় ব্যবহৃত লোহার পাইপটি জব্দ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘটনার তদন্ত করছে পুলিশ। আটক সন্দেহভাজন হামলাকারীর নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে তার বয়স ২৪ বছর বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানায়, শুক্রবার মধ্যরাতের পর তারা জরুরি নম্বরে ফোন পায় তারা। পরে পুলিশ গিয়ে আহত এক ব্যক্তিকে নিউ ইয়র্কের ডাউনটাউন হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক। সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস’র এক প্রতিবেদনে বলা হয়েছে, চায়নাটাউন এবং লোয়ার পূর্বাঞ্চলে ওই হামলাগুলো হয়। প্রায় তিন ফুট লম্বা একটি লোহার পাইপ দিয়ে ওই ব্যক্তিদের মাথায় আঘাত করা হয়। বাংলাপিডিয়া