নিউ ইয়র্কে সাবওয়ে স্টেশনে গুলি, হতাহতের আশঙ্কা

12

পূর্বদেশ অনলাইন
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির একটি সাবওয়ে স্টেশনে গুলিবর্ষণের ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। পাওয়া গেছে বিস্ফোরক ডিভাইস। মঙ্গলবার দমকল সূত্রের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম এখবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, ব্রুকলিনের সানসেট পার্ক এলাকার ৩৬তম স্ট্রিটের সাবওয়ে স্টেশনে মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। নিউ ইয়র্ক সিটির এক পুলিশ মুখপাত্র রয়টার্সকে জানান, কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। তবে কতজন গুলিবিদ্ধ হয়েছেন তা জানাতে পারেননি। ঘটনাস্থলে থাকা এক কর্মকর্তার বরাতে আল-জাজিরা জানায়, পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে। সব মিলিয়ে ১৩জন আহতকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।আইনশৃঙ্খলা-বাহিনীর একাধিক সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, প্রাথমিক তথ্যে জানা গেছে, সন্দেহভাজন হামলাকারী নির্মাণকাজের ভেস্ট ও একটি গ্যাস মাস্ক পরা ছিল। ঘটনার একটি ছবিতে দেখা গেছে, রক্তাক্ত যাত্রীরা স্টেশনের মেঝেতে পড়ে আছে। স্টেশনের বাইরে এক ডজনের বেশি পুলিশ ও দমকলবাহিনীর গাড়ি অবস্থান করছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, স্টেশনটিতে ট্রেনের আসা-যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ সন্দেহভাজনকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে। নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের কার্যালয় তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেনি। সূত্র: রয়টার্স, আল-জাজিরা