নিউইয়র্ক সিটি নির্বাচনে লড়ছেন ১৩ বাংলাদেশী

5

আগামী ২২ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউইয়র্ক সিটি নির্বাচনে প্রার্থী বাচাইয়ের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচন। এই প্রাইমারি নির্বাচনের মাধ্যমে নভেম্বরের মূল নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী নির্ধারণ করা হবে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের মূল ধারার রাজনীতিতে বাংলাদেশী-আমেরিকানদের অংশগ্রহণ বাড়ছে। মূলধারার স্থানীয় ও জাতীয় নির্বাচনগুলোতে বাংলাদেশীরা ব্যাপক হারে ভোট প্রদানের পাশাপাশি প্রার্থী হিসেবেও অংশগ্রহণ করছেন। নির্বাচনগুলোতে বাংলাদেশী কম্যুনিটির সদস্যদের সরব অংশগ্রহণ মূল ধারায় বাংলাদেশীদের গুরুত্বও বাড়াচ্ছে। আগামী ২২ জুন অনুষ্ঠিতব্য নিউইয়র্ক সিটির ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে প্রার্থী হয়েছেন ১৩ জন বাংলাদেশী-আমেরিকান। তারা এ নির্বাচনে সিটির ৫ বরোর ৩ বরোতে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৬টি কাউন্সিল ডিস্ট্রিক্ট থেকে সিটি কাউন্সিল মেম্বার হিসেবে ১১ জন, কাউন্টি জজ পদে ১ জন এবং ফিমেল ডিস্ট্রিক্ট লিডার পদে একজন লড়ছেন। এ নির্বাচন ঘিরে চলছে ব্যাপক প্রচারণা।
উল্লেখ্য, এবারের ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে মেয়র পদে ৯ জন প্রার্থীসহ মোট ৫২৯ জন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।