নিঃস্বার্থ নবজীবন সংগঠনের ভার্চুয়াল সভা

13

মানবিক সংগঠন নিঃস্বার্থ নবজীবন (এনএনএস) কেন্দ্রীয় কমিটির অর্ধবার্ষিকী ভার্চুয়াল সভা ৩০ জুলাই অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী ক্লিনটন আচার্য্যরে সভাপতিত্বে ভার্চুয়ালে বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ও পৃষ্ঠপোষক যথাক্রমে তপন কান্তি ধর, প্রিন্সিপাল শিব শংকর শীল, কাঞ্চন আচার্য্য, শিমুল দাশ, অ্যাড. রিগ্যান আচার্য্য। সংগঠনের কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী বিশাল আচার্য্যরে সঞ্চালনায় শুরুতে পবিত্র গীতাপাঠ করেন কার্যকরী পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক জুয়েল দে। সভায় স্লাইড প্রেজেনটেশনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম তুলে ধরেন কার্যকরী পরিষদের সভাপতি ডা. পিয়াল আচার্য্য। এনএনএস ব্লাড ব্যাংক টিম নিয়ে বিশদ পরিকল্পনা তুলে ধরেন কার্যকরী পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক আপন আচার্য্য। বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অন্তর আচার্য্য, নিঃস্বার্থ নবজীবন কক্সবাজার জেলা কমিটির সভাপতি টারজান আচার্য্য ও সাধারণ সম্পাদক শ্রীকান্ত শর্মা। এছাড়াও সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটি, কার্যকরী পরিষদ ও জেলা কমিটির সদস্যরা অংশ নেন। সভায় সকল সদস্য/সদস্যাদের অংশগ্রহণে মুক্ত আলোচনায়, সংগঠনকে বিভাগ/জেলা পর্যায়ে কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয় এবং বৈশ্বিক করোনা পরিস্থিতিতে অসহায় ও হতদরিদ্রদের মাঝে মানবিক সহায়তা প্রদানে সিদ্ধান্ত গৃহিত হয়। শেষে সভার সকলের মতামতের ভিত্তিতে ডা. শোভন আচার্য্যকে আহব্বায়ক, রুবেল দেব ও রাহুল আচার্য্যকে যুগ্ম আহব্বায়ক এবং নয়ন সেনকে সদস্য সচিব করে সংগঠনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপ-পরিষদ গঠন করা হয়। বিজ্ঞপ্তি