নিঃসঙ্গ কুয়াশার কোলে

72

নিঃসঙ্গ কুয়াশার কোলে নিঃসঙ্গ জীবন
শীতার্ত শরীর নিয়ে কেঁপে ওঠে রাত-দিন;
শীতল ধূলির কণা গড়ে তোলে হিমগিরি,
বেদনার সুর যেন সাগরের শাদা হিম!

উষ্ণ বস্ত্র পাবে বলে গোনে শীতল প্রহর,
শীতল পাতার ফাঁকে উঁকি মারে বারবার;
এই বুঝি নেমে এলো আজ প্রখর রোদ্দুর
অল্প অল্প করে জ¦লে ওঠে আশার প্রদীপ।

তুমি আসবে যখন
রীতা ধর

তুমি আসবে যখন,
রাতের হাওয়া জাগবে সাথে
আমার উতল প্রাণের পরে,
আমার আলোয় ভরা
কালো চোখের কোনে
তোমার মনের হাজার স্বপ্ন গড়ে।

আকাশ ভরা লক্ষ তারার ভীড়ে
সন্ধ্যাতারার মুখটি আমার
মুখের দিকে চেয়ে,
আকাশ হতে দেখবে আমায়
মুগ্ধ আবেশ নিয়ে।

তুমি আসবে যখন,
নীল জোছনায় গা ভেজাব
চাঁদ তারার মেলায়,
সপ্ন উড়ান মেঘের ভেলায় চড়ে
রঙিন হয়ে উঠব ফুটে
প্রজাপতির ডানায়।

রংধনুকে জড়িয়ে বুকে
সাত রঙের সাথে
মেঘের গায়ে সোনার পাড়
সুর্য উঠা প্রাতেঃ।

তুমি আসবে যখন,
সীমাহীন এক নিমিষে
হাতটি রেখে হাতে
ঐ কাশবনের ধারে,
যা বলে বলুক লোকে
আমার প্রেম তুলে দিতাম
তোমার দুহাত ভরে।