নাসিরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা

103

১৯৬৬ সালে কক্সবাজারের আওতাভুক্ত পেকুয়ার বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু আত্মগোপনে থাকাকালীন সময়ের বিভিন্ন স্মৃতি ‘আমার অজানা স্মৃতিতে বঙ্গবন্ধু’ বই এ লিপিবদ্ধ করা হয়েছে। তখনকার সময়ে বঙ্গবন্ধুকে সার্বিকভাবে সহযোগিতা করেছিলেন কক্সবাজারের বন কর্মকর্তা রওশন আলী চৌধুরীসহ আরো অনেকে।
নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে গতকাল দুপুর ১২টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চারণ কবি নুরুল হুদা এসব কথা বলেন। অরুণ চন্দ্র বণিকের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক হাসমত জাহান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষক শামসের রহমান, শাহেদা আক্তার, সংগঠনের পক্ষ থেকে সুজিত দাশ অপু, হেলাল উদ্দিন, সুজিত চৌধুরী মিন্টু, প্রণব রাজ বড়ুয়া, মো. পারভেজ ও ছাত্রী পুনম বড়ুয়া। উপস্থিত ছিলেন পংকজ সেনগুপ্ত, নুরুল আব্বাস, বিপ্লব দেব লালু, মো. ইমরান। পরে ছাত্রীদের জন্য বই হস্তান্তর করেন কবি নুরুল হুদা। বিজ্ঞপ্তি