নাসিরাবাদে শিল্পসম্পর্ক বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী

6

শ্রম অধিদপ্তরাধীন শিল্প সম্পর্ক শিক্ষায়তন শ্রম আইন, শিল্প সম্পর্ক, শ্রমিকদের আচরণ ও শৃঙ্খলাবিধি, কমপ্লায়েন্স ইস্যু, সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিয়মিতভাবে প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি এবং ৬ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত মোট চার সপ্তাহ মেয়াদী শিল্প সম্পর্ক বিষয়ক প্রশিক্ষণ কোর্স যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নাসিরাবাদ শিক্ষায়তন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এ কোর্সে চট্টগ্রাম ও সিলেটের ১৫টি প্রতিষ্ঠানের মোট ৪৩ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। গত ২৪ মার্চ শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী এনডিসি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে উক্ত সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প সম্পর্ক শিক্ষায়তন, চট্টগ্রাম এর উপ-পরিচালক মো. আলমগীর কুমকুম। কোর্সটির সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষায়তনের অডিও ভিজ্যুয়াল অফিসার রুমানা আক্তার, প্রশিক্ষক আবু ওসামা মো. জেহাদ, সহকারী পরিচালক ফারহানা ফিরোজ, সহকারী পরিচালক শাহানাজ বেগম প্রমুখ। আলোচনায় অংশগ্রহণ করেন রাকিবুল ইসলাম, নাছির উদ্দিন, আকবর হোসেন, মুজাহিদুল ইসলাম, নুর উদ্দিন, সান্টু দাশ, মাখনলাল সরকার, বাবুল চৌধুরী, শহীদুল ইসলাম, সেলিনা আকতার শিলা, লুৎফুর নাহার, তানজিনা আক্তার, বাপ্পীদেব বর্মন, জেসমিন আক্তার, হারুনর রশিদ, তসলিম উদ্দিন আহমদ, মুহিবুর রহমান, ইমহিয়াজ আলম, রোকন উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি