নারী হত্যায় ভেড়ার সাজা

14

 

দক্ষিণ সুদানে এক নারী হত্যার দায়ে একটি ভেড়াকে তিন বছরের সাজা দিয়েছেন আদালত। ভেড়াটি একটি সামরিক ক্যাম্পে কারাভোগ করবে। এ ঘটনা সম্প্রতি আলোচনার জন্ম দিয়েছে সংবাদ ও সামাজিক মাধ্যমে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ সুদানের রুমবেক শহরে। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দিতেও ভেড়ার মালিককে নির্দেশ দিয়েছেন আদালত।
এ প্রসঙ্গে মেজর এলিজা মাবর বলেন, ভেড়াটি ৪৫ বছর বয়সী আধিউ চ্যাপিংকে বারবার আক্রমণ করেছিল। আঘাতেই মৃত্যু হয়। অভিযোগের ভিত্তিতে ভেড়াটিকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। ক্ষতিপূরণ হিসেবে নিহতের পরিবারকে পাঁচটি গরু দিতে হবে ভেড়ার মালিককে। পরিবারের অভিযোগ, ভেড়ার আক্রমণেই মারা যান আধিউ। লেকস প্রদেশের প্রথাগত আইন অনুযায়ী, কোনও পোষা প্রাণী কাউকে হত্যা করে আর তা প্রমাণ হলে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে গরু দেওয়ার বিধান রয়েছে। দক্ষিণ সুদানের আদালত জানান, প্রচলিত আইনের ভিত্তিতেই অভিযুক্ত ভেড়াটিকে কারাদন্ডের পাশাপাশি মালিককে জরিমানা করা হয়েছে।