নারী ফুটবল দলকে সহযোগিতা করতে চায় দক্ষিণ কোরিয়া

11

নারী ফুটবলের জন্য সহযোগিতা করতে প্রস্তুত দক্ষিণ কোরিয়া। বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্টদূত লি জ্যাং কিউন গতকাল বাফুফে ভবনে ফেডারেশন সভাপতির সঙ্গে দেখা করেন। ভবিষ্যতে নারীদের জন্য কোচ আনার ব্যাপারে সহযোগিতা চাইতে পারে বাফুফে। স্বপ্নের ঘোরে কাটছে রাত আর দিন কাটছে দামাল বাঘিনীদের। সাফ শিরোপা জয়ের সপ্তম দিনেও সানজিদা, আনাই, রুপনাদের ব্যস্ততা সংবাদমাধ্যমে। বাফুফে ভবনের সামনের মাঠে তাদের অনুভূতির গল্প তুলে ধরছেন গণমাধ্যমে। তাদের দেখতে ক্ষুদে ফুটবলারদেরও আগ্রহের কমতি নেই। সাফল্যের চূড়ায় যারা তাদের ফ্রেমবন্দী করতে ভুলছেন না অনেকেই। ফুটবল সমৃদ্ধ দক্ষিণ কোরিয়া থেকে সানজিদা, রুপনাদের জন্য কোচ আনার ব্যাপারেও হয়েছে আলোচনা।