‘নারী নির্যাতন-ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ চাই’

71

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা নারী সেলের জেলা নারী সেলের উদ্যোগে সারাদেশে অব্যাহত নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে পার্টি নেতৃবৃন্দ চিহ্নিত দুষ্কৃতকারীদেরকে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, নারী-বালিকা-কিশোরী-যুবতী-শিশু কেউই দুর্বৃত্তদের নির্মম অত্যাচারের বাইরে নই। ক্ষেত্র বিশেষে দেখা যায় সংশ্লষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করলেও অধিকাংশ ক্ষেত্রে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হয় না।
সমাজে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি এখনো মধ্যযুগীয় পর্যায়ে রয়ে গেছে। শিক্ষিত-অশিক্ষিত,ধনী-গরিব সকলের মধ্যে উদাসীন-উন্নাসিক ভাব পরিলক্ষিত হয়। সামন্ততান্ত্রিক মনোবৃত্তির নষ্ট মানসিকতার সমাজ এখনো আচ্ছন্নময়। এই অপকর্মের বিরুদ্ধে রাজনৈতিক উদ্যোগের সাথে সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। গত শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত¡রে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন নারীসেল এর আহবায়ক কমরেড রেখা চৌধুরী। সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি’র জেলা সাধারণ সম্পাদক কমরেড অশোক সাহা, শিক্ষক নেতা উত্তম চৌধুরী, কমরেড অমৃত বড়ুয়া, স্বপ্না তালুকদার, শীলা দাশগুপ্ত, ছাত্রনেতা অটল ভৌমিক। খবর বিজ্ঞপ্তির