নারী দিবস পালিত

41

রাঙ্গুনিয়া : করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব এ প্রতিপাদ্যে রাঙ্গুনিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই উপলক্ষে আলোচনা সভা উপজেলা সম্মেলন কক্ষে সোমবার (৮ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. আয়েশা আক্তার, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম, তথ্যসেবা কর্মকর্তা মানসুরা বেগম, নারী জাগরণ সমিতির সভানেত্রী মীনাক্ষী প্রভা বড়ুয়া প্রমুখ। সভায় বেসরকারি এনজিও সংস্থার প্রতিনিধি, নারী নেতৃবৃন্দ ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের সফল বাস্তবায়নের ফলে নারী উন্নয়ন আজ সুস্পষ্টভাবে দৃশ্যমান। ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, বিচারবিভাগ, প্রশাসন, কূটনীতি, সশস্ত্রবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শান্তিরক্ষা মিশনসহ সর্বক্ষেত্রে নারীর সফল অংশগ্রহণ রয়েছে। এতে দেশ ক্রমান্বয়ে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।
চন্দনাইশ : করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব এ শ্লোগানকে সামনে রেখে চন্দনাইশে আন্তর্জাতিক নারী দিবস’২১ উদযাপিত হয়েছে। গত ৮ মার্চ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী। উপজেলা ইন্সট্রাক্টর আক্তার সানজিদা জাফর পপি ও তথ্য কর্মকর্তা শাপলা খাতুনের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জহিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম সালেহ সিদ্দিকি, বলরাম চক্রবর্তী, দক্ষিণ জেলা মহিলা আওযামী লীগের দপ্তর সম্পাদক ও চট্টগ্রাম জেলা জাতীয় মহিলা সংস্থার সদস্য সঞ্চিতা বড়ুয়া, উপজেলা এনজিও সমন্বয়কারী মোহাম্মদ নুরুল হক চৌধুরী, মোহাম্মদ শাহাদাত হোসেন নুরুল আলম, সৈকত দাশ ইমন, আই.জি.এ প্রশিক্ষক মৌসুমী দাশ, সাখী আকতার, শিল্পী হ্যাপী সিংহ, তাপস বড়ুয়া প্রমুখ।
পরে আই.জি.এ প্রকল্পের অধীনে ৯ম ব্যাচের ৫০ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।