নারী উদ্যোক্তা মেলা উদ্বোধন

184

নারী শক্তি সংগঠনের আয়োজনে শনিবার সকালে শিশু একাডেমী প্রাঙ্গণে ৪ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার শুরু হয়েছে। এ মেলা সকাল ১০টা হতে রাত ৮টা এবং আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। নারী শক্তি’র সভাপতি আরাধ্যা আরিশা (শাইলা) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শিশু একাডেমীর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নারগীস সুলতানা। এসময় নারী শক্তি’র সদস্য ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, এ দেশকে একটি উন্নত দেশে পরিণত করতে নারীদের ভূমিকা খুবই গুরুত্ব বহন করে। দেশের জনসংখ্যার অর্ধেকই হল নারী। অর্ধেক জনশক্তি নারীকে অর্থনৈতিক কর্মকাÐে যুক্ত করে নারীর ক্ষমতায়নের প্রধানতম চালিকাশক্তি হিসেবে বিবেচনায় আনতে হবে। নারীর প্রতি সব রকমের বৈষম্যের অবসান করে নারী-পুরুষের মধ্যে সমতা এবং সমঝোতা তৈরি করে একটি সমশ্রমে উদ্বুদ্ধ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহŸান জানান মেয়র। তিনি বলেন, নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে নারী শক্তি নারীদের নিয়ে যে মেলা আয়োজন করেছে তা প্রশংসনীয়। নতুন প্রজন্মের নারীরা যারা এ উদ্যোগে সাড়া দিয়ে এগিয়ে এসেছে তা আমাদের সমাজের জন্য বিরল দৃষ্টান্ত হয়ে থাকবেন। উদ্যোক্তা এমন একটি পেশা যেটা কেবল তার নিজের কর্মসংস্থান সৃষ্টি করে না, অন্যদেরও কাজের সুযোগ সৃষ্টি করে দেয়। মানুষের পক্ষে অসম্ভব বলে কিছু নেই, ইচ্ছা শক্তি থাকলে যে কোন চ্যালেন্স মোকাবেলা করা যায়। নতুন উদ্যোক্তাদের উৎসাহ প্রদানের জন্য ব্যবসার প্রচার ও প্রসার ঘটাতে প্রায় অর্ধশতাধিক স্টল নিয়ে এ নারী উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি