নারী উদ্যোক্তা তৈরিতে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইউনিভার্সিটি

15

 

দেশের সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের ব্যবসায় সফল হতে সাহায্য করার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইউনিভার্সিটি একটি উদ্যোক্তা অ্যাক্সিলারেটর প্রোগ্রাম চালু করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। ব্যাঙ্কের নারী ব্যাঙ্কিং সেগমেন্ট ‘তারা’ এর উদ্যোগে ‘উদ্যোক্তা ১০১’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি চালু করার জন্য দু’টি প্রতিষ্ঠান অংশীদারিত্ব চুক্তি করেছে। ‘উদ্যোক্তা ১০১’ হল নারী উদ্যোক্তাদের জন্য একটি সার্টিফিকেশন কোর্স, যার জন্য ন্যূনতম এক বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা প্রয়োজন। এই উদ্যোক্তাদের সাথে ব্র্যাক ইউনিভার্সিটির অ্যালামনি ও বর্তমান শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। এই প্রোগ্রামটি নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক ব্যবস্থাপনা জ্ঞান ও উদ্যোক্তা দক্ষতাকে শানিত করবে এবং তাদের ব্যবসাকে টিকিয়ে রাখতে ও স¤প্রসারিত করতে সহায়তা করবে।
ব্র্যাক ব্যাংক-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ভিনসেন্ট চ্যাং গত ৩ আগস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ বিষয়ক চুক্তিতে স্বাক্ষর করেন। ব্র্যাক বিজনেস স্কুলের ডিন প্রফেসর স্যাং এইচ লি এবং ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।
তিন মাসব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী উদ্যোক্তারা বিজনেস প্ল্যান, রেকর্ড কিপিং, অ্যাকাউন্টিং, ট্যাক্সেশন, কমপ্লায়েন্স, এইচআর ম্যানেজমেন্ট, অপারেশনস ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ই-বিজনেস, রপ্তানি-আমদানি ব্যবস্থাপনা এবং ব্যবসা ব্যবস্থাপনার আরও গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে ধারণা পাবেন।
ব্র্যাক ব্যাংক এবং ব্র্যাক ইউনিভার্সিটি এক বছরে চারটি ব্যাচ পরিচালনা করবে, যার প্রতিটিতে ৩০ জন করে নারী উদ্যোক্তা থাকবেন। ব্র্যাক ব্যাংক মোট কোর্স ফি এর ৮০% বহন করবে এবং ব্র্যাক ইউনিভার্সিটি রিসোর্সপার্সন, মডিউল, রিসার্চ এবং লজিস্টিক সহায়তা প্রদান করবে। প্রোগ্রামের শেষে, প্রত্যেক অংশগ্রহণকারীকে বিচারকদের একটি প্যানেলের সামনে বিজনেস কেস উপস্থাপন করতে হবে এবং এর মধ্য থেকে তিনজন বিজয়ীকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। বিজ্ঞপ্তি